সরাইলে ৯ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার, পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা

.
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৩:২০ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ১৩:৫২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নয় বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি শনিবার বিকেল চারটার দিকে খেলাধুলা করতে ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং গ্রামে মাইকিং করা হয়। পরে রোববার সকালে মক্তবে পড়তে আসা কয়েকটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় ওই শিশুটির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে লোকজনকে জানায়। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিশুটির মা আহাজারি করে বলেন, ‘যারা আমার আদরের ধনরে মারছে আমি তাদের ফাঁসি চাই।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) তপন সরকার সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাটির তদন্ত চলছে। শিশুটি ধর্ষণের শিকার কিনা বিষয়টি ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।’