লারার ‘সম্মানে’ ৩৬৭ রান করে ইনিংস ছাড়লেন মুলডার

ওয়ান মুলডার ট্রিপল সেঞ্চুরির পর সতীর্থ ভারায়েনের সঙ্গে উদতযাপন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৭:০৯ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ১৮:৩৪
রেকর্ডের মালা সাজিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ওয়ান মুলডার। হাশিম আমলার (৩১১*) পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার হিসেবে টেস্টে ট্রেপল সেঞ্চুরি করেছেন। দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। অ্যাওয়ে টেস্টে সর্বোচ্চ ৩৬৭ রানের ইনিংস খেলে ভেঙেছেন ১৯৫৮ সালে হানিফ মোহাম্মদের করা (৩৩৭ রান) রেকর্ড।
তার চেয়ে বড় কথা ওয়ান মুলডার কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার পথে ছিলেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে লারা ২০০৪ সালে ছুঁয়েছিলেন কোয়াড্রপল সেঞ্চুরির কীর্তি। ওই রেকর্ড ঝুঁকির মুখে ফেলে লারার প্রতি সম্মান জানালেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মুলডার।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬২৬ রান তুলে ঘোষণা করে দিলেন প্রোটিয়া এই ব্যাটার ও অধিনায়ক। প্রোটিয়ারা দ্বিতীয় দিনের লাঞ্চে গিয়েছিল ওই রান নিয়ে। দ্বিতীয় সেশনে মুলডারের যখন বিশ্বরেকর্ডের পথে ছোঁটার কথা, তখনই ড্রেসিংরুম থেকে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানান তিনি।
ওয়ান মুলডার তাই টেস্টের পঞ্চম সর্বাধিক ব্যক্তিগত ইনিংসেই সন্তুষ্ট থাকলেন। বুলাওয়ে টেস্টের অধিনায়ক তিনি। ইনিংস ঘোষণা করে লারার প্রতি সম্মান দেখানোর সিদ্ধান্ত তাই প্রোটিয়া এই পেস অলরাউন্ডারের দিক থেকেই এসেছে। টেস্টে তার চেয়ে বড় ইনিংস আছে যথাক্রমে মাহেলা জয়বর্ধানে (৩৭৪), ব্রায়ান লারা (৩৭৫), ম্যাথু হেইডেন (৩৮০) ও ব্রায়ান লারার (৪০০*)।
বুলাওয়ে টেস্টে মুলডার ছাড়াও ভালো ব্যাটিং করেছেন বেডিংহাম ও লুয়ান দ্রি প্রিটোরিয়াস। চারে নেমে বেডিংহাম ৮২ রানের ইনিংস খেলেন। প্রিটোরিয়াস ৭৮ রান যোগ করেন। ডেওয়াল্ড ব্রেভিস ৩০ রান করে আউট হন। মুলডারের সঙ্গে ক্রিজে থাকা উইকেটরক্ষক কাইল ভেরায়েনে ৪২ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ট্রিপল সেঞ্চুরির পর ইনিংস ছেড়েছেন একাধিক ব্যাটার। তবে লারার রেকর্ড ভাঙার ক্ষেত্রে মুলডারের মতো এতো কাছে গিয়ে কেউ ওই ঘোষণা দেননি। হাশিম আমলা ওভালে ২০১২ সালে ৩১১ রান করে অপরাজিত ছিলেন। ভালো সুযোগ এসেছিল ডেভিড ওয়ার্নারের সামনে। তিনি পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ৩৩৫ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তার আগে অধিনায়ক মাইকেল ক্লার্ক সিডনিতে ২০১২ সালে ভারতের বিপক্ষে ৩২৯ রান করে ইনিংস ছেড়ে দিয়েছিলেন।
- বিষয় :
- দক্ষিণ আফ্রিকা
- ওয়ান মুলডার