নতুন সিইও নিয়োগ দিল আইসিসি

আইসিসির নতুন সিইও সঞ্জোগ গুপ্তা। ছবি: আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৮:৪৭
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জোগ গুপ্তা। তাকে সোমবার নিয়োগ দেওয়া হয়েছে। আইসিসির সপ্তম এই সিইও মিডিয়া, বিনোদন ও ক্রীড়াঙ্গনে পরিচিত এক নাম।
ভারতীয় বংশোদ্ভূত এই ক্রীড়া প্রশাসক জিওস্টার-এর ‘স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপেরিয়েন্স’ বিভাগের সিইও’র দায়িত্বে ছিলেন। স্টার ইন্ডিয়াতে সঞ্জোগ কনটেন্ট, প্রোগ্রামিং এবং স্ট্র্যাটেজি বিভাগ যোগ দেন। ২০২০ সালে স্টার স্পোর্টসের প্রধানের দায়িত্ব পান।
তার সময়ে টিভি চ্যানেলে একাধিক ভাষায় সরাসরি সম্প্রচার, ডিজিটাল মাধ্যমে সরাসরি খেলা সম্প্রচার এবং নারী ক্রীড়ার ওপর জোর দেয় ভারত। ২০২৪ সালে ডিজনি-স্টার একীভূত হয়ে জিওস্টার গঠিত হলে তিনি সিইও’র দায়িত্ব পান।
তাকে নিয়োগ দিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসির সিইও হিসেবে সঞ্জোগ গুপ্তাকে নিয়োগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। তিনি ক্রীড়া নীতি ও ক্রীড়া বাণিজ্যে অসামান্য অবদান রেখেছেন, যে অভিজ্ঞতা আইসিসির কাছে অমূল্য। বিশ্ব ক্রীড়া সম্পর্কে তার ধারণা অসীম। তাকে নিয়ে আমরা প্রথাগত সীমার বাইরে গিয়ে কাজ করতে চাই।’
আইসিসিতে নিয়োগ পেয়ে সঞ্জোগ বলেন, ‘এই সুযোগ পাওয়া গর্বের। বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেটের প্রতি আবেগ বাড়ছে এবং ২ বিলিয়ন ছাড়িয়েছে ভক্ত। ক্রিকেটের মান বাড়ছে, মর্যাদা বাড়ছে, ভক্ত ও ব্যবসা বাড়ছে। এমন সময় আইসিসিতে যোগ দিয়ে ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে এটাকে বৈশ্বিক মানে তুলতে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
এর আগে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন সাবেক অজি ক্রিকেটার জিওফ এলারডাইস। তিনি ২০২১ সালে দায়িত্ব পান। আইসিসির ক্রিকেট বিভাগের ব্যবস্থাপকও ছিলেন তিনি।
- বিষয় :
- আইসিসি