শানাকা-চামিকাকে ফিরিয়ে টি-২০ দল দিল শ্রীলঙ্কা

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কুশল মেন্ডিসকে আউট করে তানভীরের উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৭:৫৩ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ১৮:০৮
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন টি-২০ দলের সাবেক অধিনায়ক দাশুন শানাকা। এছাড়া চামিকা করুনারত্নে ও দুনিথ ভেল্লালাগেকে ফেরানো হয়েছে টি-২০ দলে।
শ্রীলঙ্কার ১৭ জনের টি-২০ দলে প্রথমবার ডাক পেয়েছেন ডানহাতি পেসার এসান মালিঙ্কা। ছয় মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে, আসিথা ফার্নান্দো ও চামিকা বিক্রমাসিংহে।
টি-২০ দলের বাকি সদস্যরা অনুমিতভাবে দলে জায়গা পেয়েছেন। টপ অর্ডার ব্যাটার পাথুন নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো ও কুশল পেরেরা আছেন দলে। কুশল মেন্ডিসের সঙ্গে দিনেশ চান্দিমালও আছেন টি-২০ দলে। টি-২০ বিশেষজ্ঞ পেসার মাথিশা পাথিরানা ও বিনুমা ফার্নান্দোকে নেওয়া হয়েছে।
এছাড় ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফরে ভ্যান্ডারসে দলে জায়গা পেয়েছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডে খেলবে। এরপর ১০ জুলাই থেকে টি-২০ সিরিজ শুরু হবে। প্রথম টি-২০ হবে পাল্লেকেলে, দ্বিতীয়টি ১৩ জুলাই ডাম্বুলা ও শেষ টি-২০ ১৬ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে।
শ্রীলঙ্কার টি-২০ দল: চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাশুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, এসান মালিঙ্কা।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলংকা
- টি-২০ সিরিজ