মানসিক রোগে ভুগছেন ২৪ শতাংশ স্বাস্থ্যকর্মী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২২ | ১২:০০
কারোনাকালে রোগীদের সেবা দিয়ে দেশের প্রায় ২৪ শতাংশ স্বাস্থ্যকর্মী বিভিন্ন মানসিক রোগে ভুগছেন। সে সময় চিকিৎসাসেবায় নিয়োজিতদের ২৩ দশমিক ৫০ শতাংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত হন। এ তালিকায় শীর্ষে আছেন চিকিৎসকরা। এর পরই আছেন টেকনোলজিস্ট ও নার্সরা। পিটিএসডিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসক ২৪ দশমিক ৩০ শতাংশ, টেকনোলজিস্ট ২৩ দশমিক ৫০ শতাংশ এবং নার্স ২২ দশমিক ৮০ শতাংশ। সরকারি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গতকাল বৃহস্পতিবার নিপসম মিলনায়তনে 'বাংলাদেশে কভিড-১৯ মহামারিকালে স্বাস্থ্যকর্মীদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব, সংশ্নিষ্ট ফ্যাক্টরগুলো মানিয়ে নেওয়ার কৌশল' শীর্ষক জাতীয় জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে এই গবেষণা চালায় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)। অনুষ্ঠানে প্রতিবেদন তুলে ধরেন গবেষক দলের প্রধান ও নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। এতে বলা হয়েছে, পিটিএসডির লক্ষণের মধ্যে আছে- পুরোনো কথা মনে পড়া, দুঃস্বপ্ন, গুরুতর উদ্বেগ ও ঘটনা সম্পর্কে নিয়ন্ত্রণহীন চিন্তা।
২০২১ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে পরিচালিত জরিপে ৫৯৬ চিকিৎসক, ৭১৩ নার্স ও ৮৫ জন মেডিকেল টেকনোলজিস্ট অংশ নেন। তাঁরা অন্তত এক মাস করোনা রোগীদের সঙ্গে কাজ করেছেন। পিটিএসডি আক্রান্তদের সুস্থতায় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন নিপসম পরিচালক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
- বিষয় :
- মানসিক রোগ
- স্বাস্থ্যকর্মী