ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৬:৩৬ | আপডেট: ০১ জুন ২০২২ | ০৬:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালতে ছাত্রদল নেতাদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল।

গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে ঢাকার শাহবাগ থানায় মামলা করা হয়। ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম মামলাটি করেন।

এতে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ অজ্ঞাত নাম-পরিচয়ের ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় আগাম জামিন চেয়ে বুধবার তারা হাইকোর্টে আবেদন করেন।

আরও পড়ুন

×