ফোন করলেই তথ্য পাবেন খামারিরা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২২ | ০৮:০৮ | আপডেট: ০৫ জুন ২০২২ | ০৮:১৮
নোয়াখালীর সুবর্ণচরের চরবাটার বাসিন্দা মাহবুব আলম বাড়ির পুকুরে মাছ চাষ করেন। আছে হাস, মুরগি ও গরুর খামার। চাষাবাদ নিয়ে যেকোনো সমস্যায় পড়লেই যতে হয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসে। এখন আর তাকে যেতে হবে না তিন কিলোমিটার দূরের এ কার্যালয়ে। ফোন দিলেই মিলবে সমাধান। গতকাল রোববার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের 'মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ' প্রকল্পের আওতায় দুটি কল সেন্টারের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মৎস্য অধিদপ্তরে (১৬১২৬) একটি ও প্রাণিসম্পদ অধিদপ্তরে (১৬৩৫৮) একটি কল সেন্টার চালু থাকবে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মৎস্য খাতের ও প্রাণিসম্পদ খাতের খামারি ও উদ্যেক্তারা কলসেন্টার থেকে সরাসরি সেবা পাবেন।