ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘পাঠাও’ চালককে গলাকেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ১

‘পাঠাও’ চালককে গলাকেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২ | ০১:৫০ | আপডেট: ২৯ জুন ২০২২ | ০১:৫১

রাজধানীর পল্লবী এলাকায় অ্যাপভিত্তিক পরিবহন সেবা ‘পাঠাও’ এর এক চালককে গলাকেটে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনের ধ-ব্লকে এ ঘটনা ঘটে। পরে যাত্রীবেশী ছিনতাইকারী কাওসার আহমেদকে সাভারের বিরুলিয়া চেকপোস্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় লুণ্ঠিত মোটরসাইকেল।

নিহত পাঠাও চালকের নাম রাজা হোসেন (৩৪)। তিনি পল্লবী ৭ নম্বর সেকশনে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়। তার বাবার নাম মফিজ মিয়া।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম সমকালকে জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ১৫০ টাকা ভাড়ায় পল্লবীর কালশী থেকে গাবতলী যাওয়ার কথা বলে মোটরসাইকেলে ওঠেন কাওসার। পথে ধ-ব্লকের মমতা ফ্যাশন টেইলার্সের সামনে পৌঁছালে সে ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাজার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ওসি পারভেজ বলেন, রাতেই সাভারের বিরুলিয়া চেকপোস্ট থেকে মোটরসাইকেলসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×