ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আমলারা ৯ সেকেন্ডের কাজে ৯০ দিন লাগান: পরিকল্পনামন্ত্রী

আমলারা ৯ সেকেন্ডের কাজে ৯০ দিন লাগান: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২ | ০৬:২৮ | আপডেট: ২৯ জুন ২০২২ | ০৭:০৭

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, অনেক আমলাতান্ত্রিক বিধিবিধানের প্রয়োজন নেই। ব্রিটিশরা করে গেছে বলে এখনও বয়ে বেড়াতে হচ্ছে। এ রকম কিছু কিছু বিধি বা আমলান্ত্রিকতা অন্যায় এবং অমানবিক। যে কাজ নয় সেকেন্ডে করা যায়, সে কাজে আমলারা ৯০ দিন লাগান। কোনো কোনো ক্ষেত্রে ৯০ দিনের তিনগুণ সময়ও লাগান। দুষ্টু আমলাদের ধরা যায় না।

অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এক সংলাপে এ কথা বলেন তিনি। বুধবার রাজধানীর লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

আরও পড়ুন

×