ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পথশিশুদের জন্মনিবন্ধনে সরকারের পদক্ষেপ জানাতে নির্দেশ

পথশিশুদের জন্মনিবন্ধনে সরকারের পদক্ষেপ জানাতে নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২২ | ১০:৩৭ | আপডেট: ৩০ জুন ২০২২ | ১০:৩৭

সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্মনিবন্ধনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জন্মনিবন্ধন অধিদপ্তর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।

রুলে দেশের ১৬ লাখ পথশিশুকে জন্মনিবন্ধন সনদ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং পথশিশুদের জন্মনিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রিটে উল্লেখিত বিবাদীদের এ রুলের জবাব দিতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাপস কান্তি বল ও আইনজীবী জর্জ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ১২ জুন পথশিশুদের জন্মনিবন্ধন সনদ দেওয়ার নির্দেশনা চেয়ে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেনডেন্ট সংগঠনের পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি বল হাইকোর্টে এ রিট দায়ের করেন।

রিটকারীরা জানান, কাতারের রাজধানী দোহায় এ বছর অক্টোবরে পথশিশুদের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। শুধু মেয়েদের এই আসরে ২১টি দেশ অংশ নেবে। সেখানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের ১০ মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কাতারে যাওয়ার জন্য পাসপোর্টের আবদেন করতে জন্মনিবন্ধন সনদ প্রয়োজন। তবে মা-বাবার খোঁজ না থাকায় এই শিশুদের তিনজনের জন্মসনদ প্রাপ্তিতে জটিলতা দেখা দেয়। ওই শিশুদের মা-বাবার জন্মসনদ চায় স্থানীয় প্রশাসন। এমন প্রেক্ষাপটে রিটটি দায়ের করা হয়।

আরও পড়ুন

×