অর্থনীতি পুনরুদ্ধারে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ০০:৪৭
উন্নয়নশীল দেশগুলোতে করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের যৌথ সভাপতিত্বে মঙ্গলবার ভার্চুয়ালি আয়োজিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান।
'কভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যান' শীর্ষক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন, ঠিক সে সময় করোনা ও অর্থনৈতিক অস্থিরতার ভীতি থেকে বিনিয়োগকারীরা এসব দেশ থেকে তহবিল সরিয়ে নিচ্ছেন। এতে উন্নয়নশীল দেশে তহবিল ঘাটতির সৃষ্টি হচ্ছে। এসব দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিনি উন্নত দেশ এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে রেয়াতি ঋণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানান। তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তরের ওপরও জোর দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বৈঠকের লক্ষ্য হচ্ছে করোনা মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা জোরদার করতে বিশ্বব্যাপী অংশীদারদের একত্র করা। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক স্বাগত বক্তব্য দেন। এরপর বিশ্বের ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তব্য দেন।