বাংলাদেশ ইউনিভার্সিটি জার্নালের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ | ০৫:৫৭ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ০৫:৫৭
বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) প্রকাশিত জার্নালের প্রকাশনা উৎসব রোববার রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর ডায়ালগ (সিপিডি) এর সম্মানিত ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জার্নাল সম্পাদনা পরিষদের প্রধান প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আমিরুল আলম খান ও জার্নাল প্রকাশনা কমিটির অন্যান্য সদস্যগণ। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল।
মোস্তাফিজুর রহমান বলেন, অগ্রাধিকার থাকুক আর না থাকুক, বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্ব সব ক্ষেত্রেই জরুরি। গবেষণার চর্চা থাকলে নীতি গ্রহণও সহজ হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল বলেন, প্রকাশিত জার্নালটি শিক্ষক ও ছাত্রদের গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। পেশাগত দায়িত্বের প্রতি লক্ষ রেখে এর সম্পাদনা পরিষদ এটি প্রকাশ করে থাকে। ভবিষ্যতে যদি কোনো ছাত্র-শিক্ষক গবেষণা করতে চান, তাহলে জার্নালটি অবশ্যই তার গবেষণাকাজে সহায়ক হবে।
এর আগে অনুষ্ঠানে সূচনা বক্তব্যে জার্নাল সম্পাদনা পরিষদের প্রধান অধ্যাপক মো. তাজুল ইসলাম বলেন, এটিই বাংলাদেশ ইউনিভার্সিটির একমাত্র জার্নাল, যা গত বছরগুলোতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত হয়ে আসছে। জার্নালটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমাদৃত। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকাশিত জার্নালের লেখক নাহিদা সুলতান ও মো. আরেফিন রহমান খান।