১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সেই জজ মিয়ার উকিল নোটিশ

মো. জালাল ওরফে জজ মিয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ০৭:৩৩ | আপডেট: ০১ মে ২০২৩ | ০৯:৪৫
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় ষড়যন্ত্রের শিকার হয়ে ৪ বছর কারাভোগ করা সেই মো. জালাল ওরফে জজ মিয়া ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাওসার বৃহস্পতিবার মো. জালাল ওরফে জজ মিয়ার পক্ষে এই লিগ্যাল নোটিশটি পাঠান।
বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, সাবেক এএসপি আব্দুর রশিদ, মুন্সি আতিকুর রহমান, সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনসহ এ ঘটনায় জড়িত ১১ জনের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা থেকে এই ক্ষতিপূরণের টাকা আদায় করে দিতে বলা হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার জেলা প্রশাসক এবং মতিঝিল ও সেনবাগ থানার ওসিকে এই ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। অন্যথায় এই ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানান জজ মিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতাকর্মীসহ ২২ জন নিহত হন।
এ ঘটনায় ২০০৫ সালের ৯ জুন নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় 'জজ মিয়া' নামের ওই যুবককে। পরে তাকে ১৭ দিন রিমান্ডে নেয় সিআইডি।
২০০৫ সালের ২৬ জুন আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জজ মিয়া বলেছিলেন, পাঁচ হাজার টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন তিনি। ওই বড় ভাইয়েরা হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মোলল্গা মাসুদ, মুকুল প্রমুখ।
জজ মিয়া দাবি করেন, তাকে ভয়ভীতি দেখিয়ে গ্রেনেড হামলায় জড়িত থাকার জবানবন্দি আদায় করা হয়।