করোনায় মৃত্যুহীন দিনে ১০০ নতুন রোগী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ০৮:৪৯ | আপডেট: ২০ আগস্ট ২০২২ | ০৮:৪৯
দেশে করোনা সংক্রমণ কমার মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় নতুন এসব রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৫২ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত ১০০ জনের মধ্যে ৭৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। ৫৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। বিভাগগুলোর মধ্যে রংপুর, খুলনা ও বরিশাল ছিল নতুন রোগীহীন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলো ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন।
২০২০ সালে মহামারি হয়ে ওঠা করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত বিশ্বে মারা গেছে ৬৪ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত ছাড়িয়েছে ৫৯ কোটি ৫১ লাখ।