এসএসএফ পেলো দুটি ১৮০০ সিসির বাইক

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসএসএফের কাছে দুটি 'গোল্ডউইং' মোটরসাইকেল হস্তান্তর করেছে হোন্ডা। ছবি: ফোকাস বাংলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৪৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১১
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কাছে দুটি 'জিএল১৮০০' মডেলের মোটরসাইকেল হস্তান্তর করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে ১ হাজার ৮০০ সিসির মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, শিল্প সচিব আবদুল হালিম, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।