ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন ড. ড্যানিয়েল গ্যাফনি

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন ড. ড্যানিয়েল গ্যাফনি

অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ০৭:০১ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০৭:২৩

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ পুনরায় তাকে এ পদে এ নিয়োগ দেন।

গত ২২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৭ সালের ৮ আগস্ট তিনি প্রথমবারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ পান। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও কারিকুলাম ডেভেলপমেন্ট করেন।

উল্লেখ্য, ড. প্যাট্রিক যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নটর ডেম বিশ্ববিদ্যালয় হতে ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস অ্যান্ড লিটারেচারে স্নাতক এবং থিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় হতে অ্যানথ্রোপোলজি বিভাগ হতে তিনি প্রথমে স্নাতকোত্তর পরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইংরেজি, আরবি, ফরাসি, জার্মান, ডাচ, স্প্যানিশ, ইতালিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে পারেন তিনি। এছাড়াও ল্যাটিন, গ্রিক ও হিব্রু ভাষায়ও তার দক্ষতা রয়েছে।

তিনি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে প্যাট্রিক ডানিয়েল গ্যাফনির। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×