প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন- ফাইল ছবি
তাসনিম মহসিন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ২৩:০৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০০:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে আজ সোমবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। হঠাৎ করেই এ সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ভারত সফর থেকে তিনি ‘বাদ পড়েছেন’ বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সমকালকে নিশ্চিত করেছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, বিষয়টি 'বাদ পড়া' নয়, শারীরিক অসুস্থতার কারণে ড. এ কে আবদুল মোমেন ভারত সফরে যাননি।
বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে সমালোচনার জন্ম দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার বিষয়ে সম্প্রতি তার এক মন্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। যদিও পররাষ্ট্রমন্ত্রী নিজেই রোববার ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতে যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী দেশের সরকার প্রধান যখন রাষ্ট্রীয় সফরে কোথাও যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সফরসঙ্গী হন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের নিজেও জানান, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হচ্ছেন।
কিন্তু সোমবার সকালে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরকারী দলে নেই। সমকালকে বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়েরই একটি সূত্র।
চার দিনের সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট আজ সোমবার সকাল ১০টা ১৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এটি স্থানীয় সময় দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করার কথা।
প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার মতো বিষয়গুলো আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে জানা গেছে।