সাজার বিরুদ্ধে ডা. সাবরিনার আপিল

ডা. সাবরিনা চৌধুরী-ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১১:৩৫ | আপডেট: ০৭ জুন ২০২৩ | ০৮:০০
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন দেওয়ার দায়ে ১১ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা চৌধুরী।
ঢাকা মহানগর সেশন জজ আদালতে ডা. সাবরিনা আপিল করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল। আপিল আবেদনে আগামী ১৫ সেপ্টেম্বর শুনানি হবে।
গত ১৯ জুলাই জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী ও তাঁর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনকে ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত।
- বিষয় :
- করোনা পরীক্ষা
- ভুয়া প্রতিবেদন