বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিভীতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৭
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি গঠন ও এই ধরনের ছাত্র রাজনীতির প্রতি সরকারি মহলের সমর্থনে ছাত্র ও বিশেষ করে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। ব্র্যাক ও নর্থ সাউথের মতো প্রখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার অভিভাবক উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষকে ই-মেইল করেছেন বলে জানা গেছে।
ক্যাম্পাসের বাইরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ৩ সেপ্টেম্বর ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতির পরে এ বিষয়ে উদ্বেগ বাড়ে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কাজকর্ম চলতে দেওয়ার পক্ষে-বিপক্ষেও মতামত ব্যক্ত করা হচ্ছে। বলা হচ্ছে, সংশ্লিষ্ট আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে কোনো বাধা নেই। এ বিষয়ে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞাও নেই। তবে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চান না অভিভাবক ও শিক্ষার্থীরা। তাঁরা চান সন্ত্রাস, সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন। চান নির্বিঘ্ন শিক্ষাজীবন।
আলোচনা করেছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ ও সহ-সম্পাদক উম্মে রাহী। মূল প্রতিবেদন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিভীতি