ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩৯

বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের উপস্থিতিতে সর্বোচ্চ আদালতের এ আদেশ আসে।

আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও এসএম কফিল উদ্দিন। আর শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশীক আল জলিল।

আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে হবে। অর্থ জমার রশিদ দেখালেই আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ৮৬ শিক্ষার্থী।

ইউজিসি ২০১৪ সালের ২৩ এপ্রিল এক নির্দেশনায় জানায়, প্রতি সেমিস্টারে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।


আরও পড়ুন

×