ঢাবির শিক্ষক ও সাংবাদিক সমিতির মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৪৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সাংবাদিক সমিতির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রো-ভিসি দুই পক্ষের খেলা উপভোগ করেন এবং বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন। এছাড়া খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের পুরস্কার হিসেবে মেডেল প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি