ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রবীণদের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান দীপ্ত ফাউন্ডেশনের

প্রবীণদের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান দীপ্ত ফাউন্ডেশনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২ | ০৫:০৮ | আপডেট: ০২ অক্টোবর ২০২২ | ০৫:০৮

সমাজে প্রবীণ জনগোষ্ঠীর যথাযথ সম্মান এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছে দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ এক সেমিনারে এ আহবান জানায় সংগঠনটি।

সংগঠনের চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আব্দুল করিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলাম। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অবসরপ্রাপ্ত কর্নেল ফরিদ উদ্দিন।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সংগঠন দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের প্রবীণ, হিজড়া, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

আরও পড়ুন

×