ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচনের সময় কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করে: আইজিপি

নির্বাচনের সময় কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করে: আইজিপি

পুলিশ সদর দপ্তরে প্রেস কনফারেন্সে বক্তব্য দেন আইজিপি। ছবি- সংগৃহীত।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ০৮:২০ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ০৮:২০

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করে থাকে। পুলিশ সদস্যরা কোনটা নিয়ন্ত্রণ করবেন, কিভাবে দায়িত্ব পালন করবেন সেটা আইনে এবং ট্রেনিং থেকে পেয়েছেন। প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে 'আইজিপি'স প্রেস কনফারেন্সে' আগামী নির্বাচনে পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাড়াবাড়ি করার প্রসঙ্গে নতুন আইজিপি বলেন, পুলিশ মিছিলসহ কর্মসূচিগুলোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। সব ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবুও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা ক্ষতিয়ে দেখা হবে।

গত ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। দায়িত্ব গ্রহণের পর আজ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। 

পুলিশের ভাবমূর্তি থানার আচরণের ওপরই নির্ভর করে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, আমরা পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে চাই। থানার প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে। দেশের জনগণ যাতে সহজে নির্ভয়ে থানায় আসতে পারে, তাদের সমস্যার কথা বলতে এবং কাঙ্ক্ষিত সেবা পেতে পারে সেব্যাপারে ইতোমধ্যে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দ্যর্থহীনভাবে বলতে চাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স থাকবে।

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সাংবাদিক ও পুলিশ একে অপরের কাজ করছে।

র‍্যাব সংস্কারের প্রশ্নে তিনি বলেন, যে কোনো প্রতিষ্ঠান সংস্কারের মধ্যে থাকে। অপরাধের ধরন অনুযায়ী সংস্কার হয়। জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম মোকাবিলায় আধুনিক টেকনোলজি ব্যবহার করতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। 

নিখোঁজ ৫০ তরুণে বিষয়ে আইজিপি বলেন, এটি নিয়ে কাজ চলমান রয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ-র‍্যাব জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ চলছে।

আরও পড়ুন

×