বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ১০:০৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ১০:০৩
প্রাণবন্ত উপস্থিতি আর যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর করে নবমবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় বিতর্ক আসর 'বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২'। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় এ উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বৃহস্পতিবার। এতে অংশ নেয় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিতার্কিকরা। জেলা পর্যায়ের বিতর্ক চলবে ১২ নভেম্বর পর্যন্ত। 'বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি' প্রতিপাদ্যে স্কুল বিজ্ঞান বিতর্কের সবচেয়ে বড় এ আসরে এবার অংশ নিচ্ছে ৬৪ জেলার ৫২০ স্কুল। আয়োজনের প্রতিনিধিদের পাঠানো খবর :
পঞ্চগড় :পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় বিষুষ্ণ প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়, মাগুড়া প্রধানপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাঘই পানিমাছ পুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বেগম খালেদা জিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এতে স্বাগতিক দল চ্যাম্পিয়ন এবং করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন রানার্সআপ হয়।
ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, মথুরাপুর পাবলিক হাই স্কুল, রোড বালিকা উচ্চ বিদ্যালয় ও আমানত উল্লাহ আসলামী একাডেমি। এতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়।
লালমনিরহাট :শহরের মাস্টারপাড়া এলাকায় নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় জেলার সাতটি বিদ্যালয়। এতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। এ ছাড়া শ্রেষ্ঠ বক্তা হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক অর্ঘ্য রায়।
কুড়িগ্রাম : জেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়, এমএ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়, মধ্যকুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দাশেরহাট মডেল হাই স্কুল এবং ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। এতে দাশেরহাট মডেল হাই স্কুল দল চ্যাম্পিয়ন এবং মধ্যকুমোরপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ দল রানার্সআপ হয়েছে।
গাইবান্ধা :জেলার এসকেএস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আহম্মদ উদ্দীন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, নিউটন প্রিপারেটরি স্কুল, এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলা মডেল স্কুল ও কলেজ। এতে এসকেএস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে।