ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডেমু সচল করতে চায় রেল

ডেমু সচল করতে চায় রেল

ডেমু ট্রেন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ২৩:২৮

চীন থেকে ৬০০ কোটি টাকায় কিনে তিন থেকে সাত বছর চালানোর পর অচল হয়ে যাওয়া বহুল বিতর্কিত ডেমু ট্রেন ফের সচল করতে চায় রেলওয়ে। গত ৯ অক্টোবর একটি ডেমু ট্রেন মেরামত করে যাত্রী পরিবহন শুরুর পর বাকি ১৯টি কীভাবে সচল করা যায়, তা নির্ধারণে গতকাল রেল ভবনে রেল সচিব ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভা হয়েছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের উপস্থিতিতে লোকসানি ডেমু ট্রেন সচল করতে বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকে জানানো হয়, মোট ছয়টি ডেমু ট্রেন সচল রয়েছে। রেলের অপারেশন শাখার তথ্যানুযায়ী, রংপুর-পাবর্তীপুর রুটে একটি ডেমু চলছে। রেলের ঢাকা বিভাগে দুটি এবং চট্টগ্রাম বিভাগে তিনটি ডেমু সচল থাকার তথ্য সভায় দেওয়া হলেও সেগুলো চলাচলের তথ্য নেই।

সভার প্রেজেন্টেশনে বলা হয়, চীনে মডিউলভিত্তিক অপারেশন পদ্ধতি দেশীয় যন্ত্রাংশে প্রতিস্থাপন করতে হবে। কুলিং, হাইড্রোলিক ও ফুয়েল সিস্টেম মেরামত করতে হবে। ইঞ্জিন ওভারহোলিং করতে হবে। মেরামতে প্রয়োজনীয় টাকা বাজেটে রাখতে হবে। ডেমু রক্ষণাবেক্ষণে রেলের ওয়ার্কশপে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করতে হবে। আগামী বছরের জুনের মধ্যে পাঁচটি ডেমু ট্রেন সচল করা সম্ভব। বাকিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে মেরামত সম্ভব।

সভায় রেলের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম চৌধুরী ও একটি ডেমু সচল করা প্রকৌশলী আসাদুজ্জামানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী কমিটি করে ডেমু মেরামতে পূর্ণাঙ্গ প্রস্তাব উপস্থাপনের নির্দেশ দেন।

আরও পড়ুন

×