ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাংবাদিক সাগর-রুনি হত্যা

দ্রুত বিচার চেয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি ডিআরইউ'র

দ্রুত বিচার চেয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি ডিআরইউ'র

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২ | ০৮:২০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ | ০৮:২০

মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যা মামলার দ্রুত বিচার চেয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, 'যে কোন হত্যার বিচার পাওয়া নাগরিকের অধিকার। আর রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের সেই অধিকার নিশ্চিত করা। আমরা দেখেছি, আইন শৃঙখলা বাহিনী বড় বড় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে; অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। সাগর-রুনি হত্যার কোন কুলকিনারা তারা করতে পারবে না এটা আমরা বিশ্বাস করি না। তাই আর কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে সাগর-রুনি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি প্রধান বিচারপতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া ত্বড়ান্বিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গোটা সাংবাদিক সমাজকে আশ্বস্ত করবেন।'
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার আদালতে বিচারাধীন সাগর-রুনি হত্যা মামলায় এখনও পর্যন্ত পুলিশ চার্জশিট জমা দেয়নি। গত ১০ বছরে চার্জশিট দাখিলের জন্য পুলিশ আদালত থেকে ৯২ বার সময় নিয়েছে। এ মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা প্রত্যেকেই এখন জামিনে মুক্ত রয়েছেন। বিচার না হওয়ায় সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের পাশাপাশি হতাশাও দেখা দিয়েছে।

আরও পড়ুন

×