ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তৃতীয় লিঙ্গের মানুষবান্ধব আশ্রয় কেন্দ্র স্থাপনের দাবি

তৃতীয় লিঙ্গের মানুষবান্ধব আশ্রয় কেন্দ্র স্থাপনের দাবি

ছবি: ইউসিএ নিউজ ডটকম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২ | ১০:৩১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২২ | ১০:৩১

তৃতীয় লিঙ্গের (ট্রান্সজেন্ডার) জনগোষ্ঠী সমাজে নানাভাবে হয়রানির শিকার হয় জানিয়ে তাদের জন্য সরকারি সহায়তায় আশ্রয় কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্নিষ্টরা। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর জরুরি সহায়তা’ শীর্ষক এক সভায় এ দাবি জানানো হয়। সভার আয়োজন করে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘সম্পর্কের নয়া সেতু’।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোকতার হোসেন জানান, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তবে তাদের প্রতি সামাজিক বৈষম্য কমাতে পরিবার থেকেই প্রথম ভূমিকা রাখতে হবে। এমন শিশু জন্ম নিলে পরিবার থেকে আলাদা করা যাবে না। তিনি বলেন, ‘আমরা মানুষ- এটা আমাদের বড় পরিচয়। তবে আমাদের সমাজ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ট্রান্সজেন্ডার বা লিঙ্গ বৈচিত্র্য বিষয়ে সমাজ থেকে নেতিবাচক ধারণা দূর করতে ছোটবেলায় শিশুদের জানাতে হবে।’

সভাপতির বক্তব্যে ‘সম্পর্কের নয়া সেতু’র সভাপতি জয়া সিকদার বলেন, ‘ট্রান্সজেন্ডার, ট্রান্সম্যান, ট্রান্সওমেন ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এ জনগোষ্ঠীর মানুষ সমাজে নানাভাবে উপেক্ষিত হয়। বঞ্চিত হয় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে।’ আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার শারমীন আরা সাম্মী প্রমুখ।

আরও পড়ুন

×