ঢাবি অ্যালাইমনাইয়ের আর্ট গ্যালারি উদ্বোধন ও চিত্র প্রদর্শনী শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালাইমনাই ফ্লোরে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় - সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের স্মারক হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুমা)-এর ‘রং তুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক স্থায়ী আর্ট গ্যালারি উদ্বোধন ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালাইমনাই ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, গ্যালারি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক রফিকুন নবী, ডুমার সাবেক সভাপতি এ. কে. আজাদ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক। সভাপতিত্ব করবেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ডুমার সাধারণ মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাউসার, প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন।