ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পুরস্কার পাচ্ছেন ১৫ আত্মকর্মী, ৬ সংগঠক

পুরস্কার পাচ্ছেন ১৫ আত্মকর্মী, ৬ সংগঠক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ২৩:৪৩

জাতীয় যুব দিবস আজ। 'প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিবস উপলক্ষে ২১ জন সফল যুবককে পুরস্কৃত করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।

গতকাল সোমবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবে ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয়জন যুব সংগঠকসহ ২১ সফল যুবককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।

যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন জানান, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৬৭ লাখ ৬৫ হাজার ৪৯ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৩ লাখ ৩২ হাজার ৪৪১ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। চলতি অর্থবছরে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯ জনকে। এ ছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৯৬ জন শিক্ষিত বেকার যুবক ও যুব নারীকে দুই বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। ১০ লাখ যুবকের মধ্যে প্রায় ২ হাজার ২৬৩ কোটি টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে।

তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১০ জানুয়ারি থেকে সাড়ে তিন লাখ টাকা হারে উদ্যোক্তা ঋণ দেওয়া হচ্ছে। কর্মসংস্থান ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের সঙ্গে ঋণ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

আরও পড়ুন

×