৬ দফা দাবিতে টানা তৃতীয় দিনের অবস্থান নন-ক্যাডার প্রার্থীদের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ০৯:৫০ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ০৯:৫২
ছয় দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় থাকা অপেক্ষমাণ চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ফটকে অবস্থান নেন তাঁরা। এ সময় পুলিশ সদস্যরা আন্দোলনরত দু'জনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করলেও পিএসসির দায়িত্বশীল কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। তাঁরা জানান, এতদিন বিসিএস পরীক্ষায় ক্যাডারদের পদ বরাদ্দের পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে নন-ক্যাডারে চাকরির জন্য সুপারিশ করা হতো। কিন্তু পিএসসির নতুন নিয়মের ফলে শত শত চাকরিপ্রত্যাশীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। তাঁরা নতুন এ নিয়মকে 'অযৌক্তিক' বলে পিএসসির কড়া সমালোচনা করেন। করোনার কারণে ইতিহাসের দীর্ঘতম বিসিএস পরীক্ষায় (৪০তম) উত্তীর্ণ নন-ক্যাডারদের থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নিয়োগের সুপারিশের দাবি জানান তাঁরা।
পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। তবে চলমান ৪০তম, ৪১তম, ৪৩তম ও ৪৪তম বিসিএসের ক্ষেত্রে শূন্য পদের চাহিদা থাকলে তা পর্যালোচনা করে মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।
গত ৬ অক্টোবর ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রত্যাশী ও চাকরিপ্রার্থীরা পিএসসির সামনে প্রথম মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পিএসসির কাছে ছয় দফা দাবি উত্থাপন করে কর্মসূচি দেন তাঁরা। এসব দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চাকরিপ্রার্থীরা গত ২০ অক্টোবর একযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।
আজ ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারদের আন্দোলনের সময় পুলিশ সদস্যরা লাঠি দিয়ে দুই চাকরিপ্রার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক চিকিৎসার পর আহতরা আবার পিএসসির ফটকেই অবস্থান নেন। চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করলেও পুলিশ লাঠিচার্জ করেছে। এতে দুই আন্দোলনকারী আহত হয়েছেন।
আন্দোলনকারীরা আরও জানান, তাঁরা ভেবেছিলেন পিএসসির চেয়ারম্যান অন্তত একবার এসে তাঁদের কথা শুনবেন। তাঁদের বলবেন, 'তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের সর্বোচ্চ সংখ্যকের যেন চাকরি হয়, সে ব্যবস্থা করব।' কিন্তু অবস্থান কর্মসূচির তিন দিন পার হলেও পিএসসির চেয়ারম্যান তো দূরের কথা, কোনো কর্মকর্তাও খোঁজ নেননি।
- বিষয় :
- বিসিএস
- নন-ক্যাডার
- চাকরিপ্রার্থী