ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাবির কক্ষ ভাঙচুরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রাবির কক্ষ ভাঙচুরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রাবি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক ইসমত আরা বেগমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাঁর কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে একই বিভাগের শিক্ষকের বিরুদ্ধে।

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ১০:১৭ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ১০:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক ইসমত আরা বেগমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাঁর কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে একই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ড. হাকিমুল হক।

সভাপতির দাবি, গবেষণা প্রজেক্টের বরাদ্দ পাওয়ার আবেদনপত্রে সুপারিশ না করায় ওই শিক্ষক এমন কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ইসমত আরা।

অভিযোগপত্রে তিনি বলেন, 'ড. হাকিমুল হক বেশ কিছুদিন ধরে বিভাগের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর আমার সঙ্গেও কুরুচিপূর্ণ ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালি দেন। গত মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া ৯টায় তিনি আমার কক্ষে তাঁর একটি চিঠি স্বাক্ষর করার জন্য আসেন। আমি তাঁকে আগের একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে বলায় অকথ্য ভাষায় গালাগাল করেন এবং টেবিলের গ্লাস ভাঙচুর করেন।'

তবে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে ড. হাকিমুল হক বলেন, আমার একটি গবেষণা প্রজেক্ট সাবমিশনের শেষ দিন বুধবার। গত মঙ্গলবার সকালে বিভাগের সভাপতির কাছে সুপারিশ নিতে গেলে তিনি আগের কোনো ঘটনার জের ধরে প্রজেক্ট ফাইলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। এতে স্বাভাবিকভাবেই রেগে যাই। তবে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো অভিযোগ আসেনি। একটা সমস্যার কথা কানে এসেছে। তবে পুরো ঘটনা তিনি জানেন না। 

আরও পড়ুন

×