বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় ৩ আইনজীবীকে হাইকোর্টে তলব

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ১১:১০ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ১১:১০
খুলনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সাবেক বিচারক (বর্তমানে যুগ্ম জেলা জজ) নির্মলেন্দু দাশের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ নভেম্বর তাদের হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অপর দুজন হলেন, আইনজীবী শেখ নাজমুল হোসেন ও অ্যাডভোকেট শেখ আশরাফ আলী পাপ্পু।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।
রুলে তিন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গত ২২ সেপ্টেম্বর খুলনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সাবেক বিচারক (বর্তমানে যুগ্ম জেলা জজ) নির্মলেন্দু দাশের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীর বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়। পরে প্রধান বিচারপতি বিষয়টি হাহইকোর্ট বেঞ্চে নিষ্পত্তির জন্য পাঠান। যার ধারাবাহিকতায় মঙ্গলবার তলবের আদেশ দেন হাইকোর্ট।