ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অফিস শুরু করলেন ইসির নতুন সচিব

অফিস শুরু করলেন ইসির নতুন সচিব

নতুন সচিব মো. জাহাঙ্গীর আলমকে ইসির কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। ছবি- সংগৃহীত।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০৩:০২ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০৩:০২

নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন সচিব হিসেবে প্রথমবার অফিসে গেলেন মো. জাহাঙ্গীর আলম। আজ বুধবার দুপুরে তিনি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গেলে ইসির কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জাহাঙ্গীর আলম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসির নতুন সচিব হিসেবে তাকে নিয়োগ দেয় সরকার। তিনি ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে, ২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে গত ২১ মাস ইসি সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মো. হুমায়ুন কবীর খোন্দকার। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছে সরকার।

আরও পড়ুন

×