ভণ্ড কবিরাজের ফাঁদে সর্বস্বান্ত অর্ধশত মানুষ

ছবি - সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ০০:৫৪
গোপন রোগের চিকিৎসা, দাম্পত্য সংকট, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা- এমন বহু সমস্যা সমাধানের জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হতো। আগ্রহী কেউ ফাঁদে পা দিলে ভুয়া তাবিজ-কবচ দিয়ে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার। এভাবে প্রতারণার মাধ্যমে অর্ধশতাধিক মানুষকে সর্বস্বান্ত করেছে ভুয়া কবিরাজ ওয়াস কুরুনী। অবশেষে বুধবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
এ ব্যাপারে জানাতে গতকাল দুপুরে রাজধানীর টিকাটুলীতে র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, কবিরাজ আলী আশরাফ, তান্ত্রিক কবিরাজ ও হুমায়ুন আহমেদ নামে তিনটি ফেসবুক অ্যাকাউন্ট আছে ওয়াস কুরুনীর। এসব অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন পোস্ট দেওয়া হতো। তার অনুসারী ২০-২২ জনের একটি দল আছে। তারা পোস্টগুলো ফেসবুকে ছড়িয়ে দিত।
আগ্রহী কেউ যোগাযোগ করলেই পড়তেন প্রতারণার ফাঁদে। কবিরাজের সঙ্গে থাকা ব্যক্তিরা স্কুলপড়ূয়া মেয়েদের গোপন সমস্যা সমাধানের জন্য কবিরাজি চিকিৎসা ও তাবিজ নিতে প্রলুব্ধ করত। তাদের প্রলোভনে পড়ে ভুক্তভোগীরা জমানো টাকা ও অলংকারসহ মূল্যবান সম্পদ দিয়ে দিত।
অধিনায়ক বলেন, কুরুনী কিছু নারী ও পুরুষের সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে চ্যাটিং ও ভয়েস কলে সম্পর্ক গড়ে তুলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিত।
- বিষয় :
- ভণ্ড কবিরাজ
- কবিরাজ
- কবিরাজের ফাঁদ