ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পিকনিক বাসে গাঁজা সেবন নিয়ে বিরোধের সূত্রপাত, রাব্বী হত্যায় গ্রেপ্তার ৭

পিকনিক বাসে গাঁজা সেবন নিয়ে বিরোধের সূত্রপাত, রাব্বী হত্যায় গ্রেপ্তার ৭

এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ০২:০৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ০২:০৫

ঢাকার ধামরাইয়ের রিসোর্টে টিকটকারদের পুল পার্টি শেষে ফেরার পথে গাঁজা সেবন ও উত্ত্যক্ত করা নিয়ে বিরোধে খুন হন মো. রাব্বী ওরফে রাফা (২৫)। এ ঘটনায় জড়িত সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেন, মঙ্গলবার হাজারীবাগের টিকটকারদের একটি পুল পার্টি ছিল ধামরাইয়ে। সেখান থেকে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাঁজা খাওয়াকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র গ্রুপের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে জুনিয়ররা এক সিনিয়রের বান্ধবীকে ইভটিজিং করে। ওই বান্ধবী আসাদগেট নামার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সিনিয়র গ্রুপের রাব্বী সুইচ গিয়ার চাকু নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে যায়। জুনিয়ররা চাকুটি কেড়ে নিয়ে তাকেসহ আরেকজনকে ছুরিকাঘাতে আহত করে। রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। শাওন নামে আহত অপরজনের অবস্থা স্থিতিশীল।

তিনি জানান, বুধবার রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ও ভিকটিমকে আঘাতকারী ফারুক, জিতু ও জসিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে মোস্তফা, জোবায়ের ওরফে যুবরাজ ওরফে জয়, মো. রাব্বী ও মো. রোমানকে গ্রেপ্তার করা হয়। রাব্বী হত্যায় মূল অভিযুক্ত ফারুকের কাছ থেকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত ফারুকের নামে হাজারীবাগ থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। অন্য অভিযুক্তরাও বয়সে তরুণ। তারা কেউ কেউ ছাত্র, কেউ কেউ কারখানার কর্মচারী।

আরও পড়ুন

×