প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য
বিএনপি মহিলা দলের সম্পাদক সুলতানা রিমান্ডে

আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ০৮:১৬ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ | ০৮:১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম রোববার এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১ নভেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সাবেক এমপি সুলতানা আহমেদ। সেখানে তিনি 'উসকানিমুলক ও আপত্তিকর' কথা বলেন। এছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলার অবনতিসহ মুক্তিযুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বক্তব্য দেন।