ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফালুর অর্থপাচার মামলা পুনঃতদন্তের নির্দেশ

ফালুর অর্থপাচার মামলা পুনঃতদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২ | ০৬:৫৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ | ০৭:০১

প্রায় ১৮৪ কোটি টাকা দুবাইয়ে পাচারের মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের বিরুদ্ধে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৩ ফেব্রুয়ারি পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মীর মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আসামি ফালুসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার অপর দুই আসামি হলেন আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এস একে একরামুজ্জামান ও স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ একে আনোয়ারুজ্জামান।

এর আগে ২০১৯ সালের ১৩ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

×