ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমজেএফ মানবাধিকার দিবস পদক পেলেন ৬ তরুণ

এমজেএফ মানবাধিকার দিবস পদক পেলেন ৬ তরুণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২ | ১০:২৫ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ | ১০:২৫

পটুয়াখালীর নদী ও সাগরবেষ্টিত উপজেলা রাঙ্গাবালী। এ অঞ্চলের নিত্যসঙ্গী প্রতিকূল আবহাওয়া। প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সাইক্লোন শেল্টারে নিয়ে যান ১৯ বছর বয়সী শারমিন আক্তার। পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার কাজেও অংশ নেন তিনি। সমাজের নানা প্রতিবন্ধকতা ঠেলে সামনে এগিয়ে যাওয়া শারমিনের মতো আরও ৬ তরুণ-তরুণীকে মানবাধিকার পদক দিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের এই ব্যক্তিত্বদের হাতে পদক তুলে দেন অতিথিরা। পদক পাওয়া অন্য পাঁচজন হলেন- গাইবান্ধার উম্মে হাবিবা, ঝিনাইদহ থেকে ট্রান্সজেন্ডার নজরুল ইসলাম মিঠু, কিশোরগঞ্জের মির্জা ওয়ার্দা বেগ আশফা, সাতক্ষীরার রত্না খাতুন ও বান্দরবানের কিশোরী পাইংম্রাউ মারমা।

এগিয়ে যাওয়ার পাশাপাশি নানামুখী সহিংসতার শিকার মেয়েশিশুর মানবাধিকার রক্ষায় তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এ বছর দিবসটি পালন করছে এমজেএফ। অনুষ্ঠানে কিশোরীদের মানবাধিকার নিশ্চিত করার কর্মসূচিতে সমর্থন দেন সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিনডে, ইউরোপিয়ান ইউনিয়ন অব বাংলাদেশের হেড অব ডেলিগেশন ও রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে, ইউএসএইডের মিশন ডিরেক্টর ক্যাথেরিন ডেভিস স্টিভেনস, কানাডিয়ান হাইকমিশনার নাথালি চার্চ, মালদ্বীপের হাইকমিশনার সিরুজিম্যাথ সামির, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর (হেড অব গভর্ন্যান্স ও পলিটিক্যাল টিম) টম বার্জ। মানবাধিকার পদকজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে দিবসটির সঙ্গে সংহতি প্রকাশ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ইউএন উইম্যানের আঞ্চলিক প্রতিনিধি গীতাঞ্জলি সিং এবং ইউএনএফপির আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিন ব্লকহাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবের হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন আরমা দত্ত এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, বাংলা একাডেমির চেয়ারপারসন বিশিষ্ট লেখক সেলিনা হোসেন এবং এনজিও ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো. মনিরুজ্জামান। বক্তব্য দেন বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুবণা সাবিনা, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সব দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য 'সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার'।

আরও পড়ুন

×