১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার প্রক্রিয়া শুরু হয়েছিল: তথ্যমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২ | ১০:৪৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ১০:৪৬
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দুঃখজনক হলেও সত্য, যে জামায়াতে ইসলামী ও আলবদরের নেতৃত্বে বুদ্ধিজীবী হত্যা পরিচালিত হয়েছিল, তারাই এখন বিএনপির প্রধান সহযোগী।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা আরও লক্ষ্য করেছি, বিএনপি পাকিস্তানের প্রতি দুর্বল, তা নেতাদের কথায় বারবার প্রকাশ পাচ্ছে। যেমন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'পাকিস্তানই ভালো ছিল।'
মন্ত্রী বলেন, যারা স্বাধীনতাবিরোধী ছিল, যারা বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল, দেশটাই যারা চায়নি, তারা এ দেশে রাজনীতি করে, তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়, স্বাধীনতার ৫১ বছর পর এটি কখনই সমীচীন নয়। কিন্তু এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক ও লালনকারী বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল পাকিস্তানিরা। তারা পরাজয় আসন্ন জেনে জাতিকে পঙ্গু করার নীলনকশা বাস্তবায়নে মেতে উঠেছিল। এ কারণেই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার ও প্রকৌশলীদের হত্যা করা হয়।
- বিষয় :
- তথ্যমন্ত্রী
- বুদ্ধিজীবী
- হত্যা
- ড. হাছান মাহমুদ