ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শহীদদের স্মৃতিতে চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

শহীদদের স্মৃতিতে চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ২৩:০৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ২৩:০৪

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার। আজ শুক্রবার সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবজ্জ্বল দিন। ১৯৭১ সালের এ দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়, বিশ্বমানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 

তিনি বলেন, আজকের এ দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। একই সঙ্গে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শাহাদৎবরণকারী জাতির পিতার পরিবারের সব সদস্য, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও দুইলাখ সম্ভ্রমহারা মা-বোনসহ সব মুক্তিযোদ্ধাকে। 

উপাচার্য আরও বলেন, আজকের এ দিনে আমাদের প্রত্যেকের শপথ হওয়া উচিত, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার। 

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল হাই, সহকারী রেজিস্ট্রার (পিএস টু ভিসি) মো. জিয়াউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সেকশন অফিসার মো. মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×