ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রাথমিকে শিক্ষক নিয়োগ

প্রতিবন্ধী হওয়ায় পরীক্ষায় পাস না করানোর অভিযোগ

প্রতিবন্ধী হওয়ায় পরীক্ষায় পাস না করানোর অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি- সমকাল।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ১০:৩১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ১০:৩১

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বেশ কয়েকজন প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশী। তাঁদের অভিযোগ, শত প্রতিকূলতা মোকাবিলা করে তাঁরা নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে তাঁদের মৌখিক পরীক্ষায় পাস করানো হয়নি। এতে তাঁরা নিরুপায় হয়ে পড়েছেন। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন।

তাঁরা দাবি জানান, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তাঁদের যেন বিশেষভাবে চাকরি দেওয়া হয়। তা না হলে তাঁরা ২৭ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব চত্বরে শিক্ষার যাবতীয় সনদ পুড়িয়ে ফেলবেন। তাঁরা বলেন, বহু ত্যাগ ও পরিশ্রম করে তাঁরা উচ্চশিক্ষা অর্জন করেছেন। কিন্তু তাঁদের সনদের কোনো মূল্যায়ন হচ্ছে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাঁদের সুযোগ দেওয়া হয়নি। স্বাধীনতার এত বছরেও প্রতিবন্ধীদের জন্য কোনো নীতিমালা না হওয়ায়ও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

গত ১৪ ডিসেম্বর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এই নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পোষ্য কোটা ছিল। তবে প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল না। সংবাদ সম্মেলনে পারুল বেগম নামে একজন বলেন, 'পড়াশোনা করতে অনেক কষ্ট করেছি। কষ্ট করে টিউশনি করেছি। পরীক্ষার সময় অন্যরা যখন পড়ার টেবিলে থাকে, সে সময় আমাদের শ্রুতিলেখক খুঁজতে হয়। অথচ সার্টিফিকেটের কোনো মূল্যায়ন হচ্ছে না। আর কত পরীক্ষা দেব? এই পৃথিবী ছেড়ে গেলে বাবা-মা মুক্তি পাবেন। আমাদের প্রতি একটু সুনজর দিন।' তিনি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেছেন বলে জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসিনা আক্তার, রাহাত খান, পার্থ প্রতীক, কামাল হোসেন, রাকিব উল ইসলাম, শিবনাথ কুমার সরকার, মাহবুব শেখ, আজাদ হোসেন, সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ। 

আরও পড়ুন

×