ববিতে উপাচার্য নিয়োগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

উপাচার্য নিয়োগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৯:০৯
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছেন। এ দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন তারা।
চলতি বছরের ২৬ মার্চ থেকে প্রায় দু'মাস উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হককে তার মেয়াদ পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম মাহবুব হাসানকে দেওয়া হয় উপাচার্যের রুটিন দায়িত্ব। তার মেয়াদও গত ৭ অক্টোবর শেষ হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা এবং ফল প্রকাশ আটকে গেছে। স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার দাবিতে এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য দেন শিক্ষার্থী আলীম সালেহী, মহিউদ্দিন আহমেদ শিফাত, লোকমান হোসেন, ইকবাল মাহমুদ, রাজু গাজী প্রমুখ। বক্তারা দ্রুত একজন সৎ ও যোগ্য উপাচার্য নিয়োগের জন্য রাষ্ট্র্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন বলেন, উপাচার্য না থাকায় সব উন্নয়ন কার্যক্রম বন্ধ। ঠিকাদারদের কোটি কোটি টাকার বিল আটকে গেছে। নতুন উপাচার্য নিয়োগ ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। উপাচার্য না থাকায় সব কর্মকাণ্ডে স্থবিরতা চলছে। দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখার জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান এই শিক্ষক নেতা।
- বিষয় :
- উপাচার্য নিয়োগ
- বরিশাল বিশ্ববিদ্যালয়