ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

জয়পুরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ০১:৫৯

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলেন, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদের ৬ বছর বয়সের ছেলে আবির হোসেন এবং একই গ্রামের হাবিবের ৭ বছরের মেয়ে হুমাইরা আক্তার। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত নাজমুল কাদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করে দুই শিশুর পরিবার। বিকেলে শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার খেলতে বের হয়। বাড়ির পাশে তারা খেলাধুলা করছিল। খেলাধুলার ফাঁকে কখন যে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে গেছে তাও কেউ টের পাননি। সন্ধ্যার সময় শিশু দুইজন বাড়িতে না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে শিশু দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী আব্দুল করিম বলেন, এক সাথে একই এলাকার দুই শিশুর মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত নাজমুল কাদের বলেন, এখন পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×