ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মধ্যরাতের সংবর্ধনায় যা বললেন বাংলাদেশের কোচ

মধ্যরাতের সংবর্ধনায় যা বললেন বাংলাদেশের কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১০:২৫

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ইতিহাস গড়া এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে রোববার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনার আয়োজন করে বাফুফে।

দলটি রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। রাত ৩টা ১৫ মিনিটে তারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ পিটার বাটলারও। আবেগঘন কণ্ঠে খেলোয়াড়দের প্রশংসায় ভাসান ইংলিশ এই কোচ। যদিও নিজের বক্তব্য দেন খুবই সংক্ষেপে। কারণ হিসেবে বলেন, ‘সকাল হতে বেশি দেরি নেই, আমি এত রাতে কথা বলতে অভ্যস্ত নই।’

বাটলার বলেন, ‘আমি সংক্ষিপ্ত বক্তব্য দিব। বাফুফে সভাপতি, কিরণ আপা, কমিটির সবাই, খেলোয়াড় ও টিম স্টাফদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের ছাড়া আমরা আজ এখানে থাকতে পারতাম না। বিশেষ করে সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, যারা এত রাতে এসেছেন।’

এশিয়ান কাপ বাছাইয়ের অভিজ্ঞতা নিয়ে বাটলার আরও বলেন, ‘গত ৯ থেকে ১২ সপ্তাহ অনেক কঠিন সময় পার করেছি। গত বছর থেকে এই যাত্রা শুরু হয়েছিল। ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই মেয়েরা সেই কঠিন সময় সামলে দিয়েছে। তাদের জন্যই আমরা আজ এখানে।’

উল্লেখ্য, বাছাইপর্বে বাংলাদেশ মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করে। গ্রুপের শেষ ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দেয় তুর্কমেনিস্তানকে।

আরও পড়ুন

×