ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মায়ের জানাজায় হাতকড়া-ডান্ডাবেড়ি পরানো অমানবিক: মানবাধিকার কমিশন

মায়ের জানাজায় হাতকড়া-ডান্ডাবেড়ি পরানো অমানবিক: মানবাধিকার কমিশন

গাজীপুরের কালিয়াকৈরে কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে মঙ্গলবার মায়ের জানাজা পড়ান বিএনপি নেতা মো. আলী আজম। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১০:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ১০:৩৯

গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজায় নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় কমিশন।

মা সাহেরা বেগমের মৃত্যুর খবরে মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম। বাড়িতে নেওয়ার পর তিনি নিজেই মায়ের জানাজা পড়ান। এ সময় তাঁর হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো ছিল।

মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক প্যারোলে মুক্তি দেওয়ার পরও একজন বন্দিকে মায়ের জানাজায় ডান্ডাবেড়ি পরিয়ে নিয়ে যাওয়া কেবল অমানবিকই নয়, বরং বাংলাদেশের সংবিধান ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বা দণ্ড প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। পাশাপাশি কোনো অভিযুক্ত ব্যক্তিকে ডান্ডাবেড়ি পরানো-বিষয়ক উচ্চ আদালতের যে নির্দেশনা রয়েছে, সেটাও এ ক্ষেত্রে অনুসরণ করা হয়নি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কমিশনের বিবৃতিতে আরও বলা হয়, ‘নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনসহ যথাযথ নজরদারির অন্যান্য পদক্ষেপ নেওয়া সমীচীন ছিল। কিন্তু মায়ের জানাজায় ডান্ডাবেড়ি পরিয়ে অংশগ্রহণ অত্যন্ত অমানবিক।’

এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এ ধরনের কাজে যথার্থ পদক্ষেপ গ্রহণে যত্মবান হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন কমিশন।

আরও পড়ুন

×