ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই

ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই

ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ০৭:২৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০৭:২৮

ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই। শুক্রবার দুপুর ২টা ১৬ মিনিটে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হসপিটালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি....রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। 

কয়েক বছর ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এরপর তার কিডনি প্রতিস্থাপন করা হয়। মাসখানেক আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে তাকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। ৫০ দিন তিনি এ অবস্থায় থেকে আজ দুপুর ২টা ১৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ এশা বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ভাই ইস্তাম্বুল হক। 

এমদাদ হক ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের উপ-সভাপতি ও ‘মেধা’ সংগঠনের প্রতিষ্ঠাতা। ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সহসভাপতি হিসেবে তার শুরুটা হয়েছিল সাময়িকপত্র বিচিত্রায় লেখালেখি দিয়ে। বাংলাদেশে ফ্যাশন সাংবাদিকতার ভিত গড়ে দেয় এই বিচিত্রা। পরে তিনি লেখাপড়া শেষ করে যোগ দেন ব্র্যাকের রেশম প্রকল্পে। 

সেখান থেকে ১৯৯৭ সালে তিনি যোগ দেন গ্রামীণ উদ্যোগে। গ্রামীণের অন্যান্য প্রকল্পেও তিনি কাজ করেছেন। ২০০২ সালে গ্রামীণ উদ্যোগের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সেখান থেকে বের হয়ে শুরু করেন ‘বাংলার মেলা’। পরবর্তীতে নিজেই শুরু করেন ‘স্টুডিও এমদাদ’ নামের নতুন উদ্যোগ।

১৯৬৮ সালে পুরান ঢাকার উর্দু রোডে জন্ম গ্রহণ করেন এমদাদ হক। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

×