জন্মবার্ষিকীতে বক্তারা
নির্দিষ্ট পরিসরে সৈয়দ শামসুল হকের মূল্যায়ন সম্ভব নয়

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৮:১৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৮:১৪
মঙ্গলবার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে আগামী প্রকাশনী প্রকাশিত সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ উপন্যাস গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, কথাসাহিত্যিক মনি হায়দার এবং আগামী প্রকাশনী'র প্রকাশক ওসমান গনি।'সৈয়দ শামসুল হক : জলেশ্বরী থেকে বাংলাবিশ্বের' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক মনি হায়দার। তিনি বলেন, সৈয়দ শামসুল হকের পটভূমি এ বিশাল বাংলা। তাঁর প্রিয় জলেশ্বরীর মাটিতে দাঁড়িয়ে তিনি পুরো বিশ্বকে অবলোকন করেছেন। নতুন এক সৃজনবিশ্ব নির্মাণ করেছেন, যার কাছে বাঙালিকে বারবার ফিরে আসতে হবে।
আনোয়ারা সৈয়দ হক বলেন, পরবর্তী প্রজন্ম সৈয়দ শামসুল হককে যেভাবে মূল্যায়ন করছেন, প্রতিদিন তাঁর রচনা পড়ছেন এবং সে সম্পর্কে আলোচনা করছেন- সেটাই একজন লেখকের সবচেয়ে বড় পাওয়া। রাজীব কুমার সরকার বলেন, সৈয়দ শামসুল হক এক চিরবিস্ময়।
সেলিনা হোসেন বলেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের অবিস্মরণীয় নাম। তিনি আমাদের সৃষ্টিশীলতার নতুন নতুন রীতির সঙ্গে পরিচয় করিয়েছেন, বাংলা সাহিত্যের বৈভব বাড়িয়েছেন। শিল্পসাহিত্য ও জাতিসত্তার পথপরিক্রমায় তিনি সবসময় প্রণম্য-মানব হয়ে থাকবেন।
সৈয়দ হকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করেছে সৈয়দ শামসুল হক অনূদিত পাঁচটি বই- হোমারের 'অডিসি', টেড হিউজের 'দ্য কামিং অব দ্য কিংস', জেফ্রি চসারের 'ক্যান্টারবেরি টেল্স', টমাস হার্ডির 'টেস অব দ্য ডার্বেভেল' এবং জন বানিয়ানের 'পিলগ্রিমস প্রোগ্রেস'।
এদিকে সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্ম দিবসে কুড়িগ্রামে দিনব্যাপী 'সৈয়দ হক মেলা' আয়োজন করে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজের মূল ফটক চত্বরে কবি সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সকাল ১০টায় মেলার উদ্ভোধন করেন কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক। বেলা ১২টায় মেলায় সৈয়দ শামসুল হকের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, স্বরচিত সাহিত্য পাঠ, সৈয়দ হকের লেখা থেকে আবৃত্তি, সংগীত পরিবেশনসহ দিনভর বইমেলা চলে। স্থানীয় স্কুল শিক্ষক তৌহিদুল ইসলামের উদ্যোগে সৈয়দ হক শিশুসাহিত্য পুরস্কার-২০২২ এ বছর কবি শ মা শামসুল আলমকে দেওয়া হয়।
- বিষয় :
- সৈয়দ শামসুল হক
- চিরজীবিত
- জন্মবার্ষিকী