দেশে করোনার অমিক্রনের উপধরন বিএফ.৭ শনাক্ত: আইইডিসিআর

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩ | ০৭:৪৭ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ | ০৭:৪৭
চীন থেকে আসা চার নাগরিকের শরীরে করোনাভাইরাস অমিক্রনের উপধরন বিএফ.৭ সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ওই চারজনের করোনা পরীক্ষার পর এ কথা জানায়।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা বলেন, চার চীনা নাগরিকের শরীরে অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭।
এর আগে গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। তাদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।