ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বহুমাত্রিক ভাষা উৎসব শুরু শুক্রবার

বহুমাত্রিক ভাষা উৎসব  শুরু শুক্রবার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ১০:৫৭

রাজধানীতে শুক্রবার শুরু হচ্ছে দু'দিনের বহুমাত্রিক ভাষা উৎসব 'ডেটস প্রেজেন্টস ল্যাঙ্গুয়েজ লীগ ২০১৯'। সমকালের সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগ। এ প্রতিযোগিতায় ইংরেজি, বাংলা ও চীনা ভাষায় বিভিন্ন পর্যায়ে প্রতিযোগীরা অংশ নেবেন।

শুক্রবারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, নিউজিল্যান্ড ডেইরির ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিক, চীনা দূতাবাসের মিনিস্টার কনসুলার ইয়ান হুলং ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বেনজির আহমেদ। দ্বিতীয় দিন শনিবার সমাপনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়- এই তিন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ভাষা বলা, লেখা ও শোনার আগ্রহ সৃষ্টি করা এবং ভাষা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাই আয়োজনের উদ্দেশ্য। এ ভাষা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আরও সচেতন হবে– এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এ ছাড়া শিক্ষার্থীরা এই বিশ্বায়নের যুগে সুযোগ পাবে নেটওয়ার্ক তৈরি করার।

ল্যাঙ্গুয়েজ লীগে প্রতিযোগিতার বিভাগগুলো হলো– বানান শুদ্ধ করা, স্ক্রিপ্ট লেখা, কবিতা লেখা ও আবৃত্তি, ভাষা ও ব্যাকরণ সম্পর্কিত বিষয়, দলভিত্তিক কুইজ, দেয়াল পত্রিকা, যোগ-বিয়োগ, এনাগ্রাম, সংক্ষিপ্ত গল্প বলা, উপস্থিত বক্তৃতা, পপ কালচার কুইজ ও চায়নিজ অক্ষর লেখা।

আরও পড়ুন

×