ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জয়নুল আবদিন ফারুকের দুর্নীতি মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

জয়নুল আবদিন ফারুকের দুর্নীতি মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ | ১৪:১৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ | ১৪:১৯

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিবরণ দাখিল না করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে করা মামলা ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিতসহ এ বিষয়ে জারি করা রুলও খারিজ করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। জয়নুল আবদিন ফারুকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।

২০০০ সালে জয়নাল আবদিন ফারুক নিজের, স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ সম্পত্তি দায়-দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দাখিল করতে নোটিশ দেয় দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে দুর্নীতি দমন কমিশন-দুদক)। পরে সম্পদ বিবরণীয় দাখিল না করায় ওই বছরের ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরো'র পরিদর্শক মো. আমিনুল ইসলাম ঢাকার মিরপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করলে ২০১০ সালের ১ জুন রুল জারি করা হয়। পাশাপাশি মামলার কার্যক্রমেও স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এক যুগ পর সম্প্রতি ওই মামলার বিচারকাজে থাকা স্থগিতাদেশ প্রত্যাহারে হাইকোর্টে আবেদন করে দুদক। এরই ধারবাহিকতায় সোমবার রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন

×